১) শিল্প
জীবনটা শিল্প-
কোনও সমস্যা নয়।
বহমান নদী তীরে সূর্য্যের আলোয় চিকচিকে বালু,
তবু চোরাবালির অজানা ভয়।
খেলোয়াড়ের চোখে হারজিত সমান,
অস্তিত্বের নেই অবক্ষয়।
বিশ্বাসের সাথে এগিয়ে চলা,
রাত শেষে সূর্যোদয়।
আল্পনা এঁকে যাই কল্পনা করে,
প্রতিযোগিতার প্রশ্ন কোথায় ?
নিজের সাথে নিজে লড়ি, নিজের ভাগ্য নিজে গড়ি,
সৌন্দর্যে বাঁধি যাপন আমার, নয়গো বিপুলতায়।
উজ্জ্বল মহিমায় জেগে থাকি,
প্রতিভার ভিড়ে ক্ষমতা হারায়।
২) সাহিত্য
ইঁদুর দৌড়ে ক্লান্ত জীবন খোঁজে জীবনের মানে-
পরীক্ষায় পাস করে রোজগারের পথ দেখা,
অমুকের থেকে এগিয়ে, তমুকের থেকে পিছিয়ে,
জনারণ্যে প্রতিযোগিতার ভিড়ে অস্তিত্ব একা।
ভালবাসাতে টানাটানি
আগে পিছুর হাতছানি।
বন্ধুত্বের মাঝে মাথা তুলে চীনের প্রাচীর
অবশ্যই বাণিজ্যের কারণে।
আত্মীয়তার মাঝে শ্মশানের স্তব্ধতা
অল্প বয়সের হঠাৎ মরণে।
আধুনিকতার হয়রানি
বিহ্বল বিশ্বাসের হানাহানি।
মান অভিমান নিয়ে রচি গাঁথা।
বুকের পাথর যায় সরে সহজেই।
জগৎ সংসারে নইকো একা-
হৃদয়ের স্পন্দন মগজেই।
মূর্খের গল্পে নয় কানাকানি
হাতে কলম, পূজি বীণাপাণি।