আমার প্রথম এবং শেষ শিক্ষক কে?
আমি।
প্রত্যেক মানুষ যদি নিজেই নিজেকে শিক্ষা দান করে,
তাহলে শিক্ষকদের আলাদা করে আর কোনও প্রয়োজনই থাকবে না।
কিন্তু আমরা সদা অন্যকে জ্ঞান দিতেই প্রস্তুত-
নিজের অস্তিত্ব যাচাই না করেই
নিজের কাছে নিজেকেই বিক্রি করে ফেলি।

যেমন লোকে উপদেশ দেয়,
কেবল নিজের জন্য বাঁচুন।
তেমন আমি বলি,
নিজের অশিক্ষা নিজে দূর করুন।
কেবল আপনিই আপনার অশিক্ষা দূর করতে পারেন।
এটা প্রমাণিত সত্য-
আমি যদি নিজে শিখতে না চাই,
তাহলে হাজার মাস্টারমশাই কেন
ভগবানও আমাকে শিখিয়ে উঠতে পারবে না।

তাই শিক্ষকতার চাকরি আমাদের প্রত্যেকের করা উচিত-
মাইনে পাই ছাই না পাই।  
শিক্ষকদের মান বাঁচাতেই এই কার্যে আমাদের প্রত্যেককে ব্রতী হতে হবে,
নইলে শিক্ষা বলে আর সমাজে কিছুই থাকবে না।