শান্ত হয় পাড়া নিঝুম রাতে।
স্তব্ধ হয় বলা ঘুমের আঘাতে।
বন্ধ হয় শ্বাস প্রকৃতির অপঘাতে।
থেমে যায় চলা মৃত্যুর অজানা হাতে।
তবু মন শান্ত হয় না কেন,
বাগে আসে না কেন মন কোনো অজুহাতে।
মন অশান্ত কারণ হৃদয় অচেনা।
মন শান্ত নয় বলেই হৃদয় অজানা।
বয়ে যায় নিষ্ঠুর সময়।
কাটে না তবু অজানার ভয়।
আশা বাঁচে যতই হোক অবক্ষয়।
হেরে যাওয়ার ভিড়ে আকাঙ্ক্ষাটাই জয়।
হৃদয়ের চেনা অতিথি কেন বলুনতো
থেকে যায় চিরকাল গভীর অজানায়।
মন অশান্ত কারণ হৃদয় অচেনা।
মন শান্ত নয় বলেই হৃদয় অজানা।