এখানে কোনো ঘরে দরজা জানলা নেই,
ব্যাঙ্কে নেই তালা,
প্রয়োজন নেই প্রহরীর।
আজও সেই কালো পাথরে আঘাত করলে
ন্যায় বিচারের রক্ত ঝরে।
অসৎ উদ্দেশ্যে যে ঘরে ঢোকে,
সে অন্ধ হয়ে যায়।
অসৎ উদ্দেশ্যে যে ব্যাঙ্কে ঢোকে,
সে অন্ধ হয়ে যায়।
অসৎ উদ্দেশ্যে যে রাতে হেঁটে বেড়ায়,
সে অন্ধ হয়ে যায়।
অন্ধের নেই দিন, নেই রাত।
পাপ পুণ্যের সে ঊর্ধ্বে।
ধরুন বিবেক সেই কালো পাথর।
পাপী বাইরে থেকে তাতে আঘাত করলেই,
তা দিয়ে ঝরবে রক্ত।
সেই রক্ত দেখে পাপী ভয়ে পালাবে।
তুমি আমি শনি শিংনাপুর।
হৃদয়ের দরজা খোলা রাখি,
খোলা রাখি মনের জানালা।
অনুভূতি গুলোতে তালা দিই না,
বয়ে যেতে দিই আপন মনে।
নশ্বর দেহকে পাহারা দেওয়ার
কোনো প্রয়োজন নেই।