১) শক্তি
ধুলোর মেঘে ঢাকা সূর্যোদয়
গৃহবন্দি বাতাসের স্তব্ধ শ্বাস
দূষিত গঙ্গার প্রবল আর্তনাদ
শহরের পায়ের চাপে বিধস্ত মাটির সহিষ্ণুতা।
শত হাহাকারের ভিড়ে একটাই প্রশ্ন জাগে
অন্তরের অন্তর থেকে
'শক্তি বাড়ি আছো'?
কোথায় যেন হারিয়ে গেছে সভ্যতা
মানুষের মধ্যে মানুষই নিরুদ্দেশ
সম্পর্ক কাটা ঘুড়ির কঙ্কাল
মূল্যবোধের মান ধর্ষিতার শেষ যাত্রায়।
শত হাহাকারের ভিড়ে একটাই প্রশ্ন জাগে
অন্তরের অন্তর থেকে
'শক্তি বাড়ি আছো'?
২) নেশা
নেশা করোনার থেকেও ভয়ঙ্কর-
করোনা চেপে ধরে বাইরে বেরলে
আর নেশা মেরে ফেলে ঘরের ভিতরে,
বাইরের কারোকে সাক্ষী না রেখে!
যৌবন নেশায় বুঁদ
কর্মক্ষেত্রে চুরি
একজনের ভ্রুকুটি বহুবার
পাপী হাত থামার নয়
বস-এর কাছে নালিশ
চাকরি থেকে বাদ
মারার চেষ্টা ব্যর্থ।
এখন নেশা মুক্তি কেন্দ্রে
সুস্থ হলে বিচার শুরু
তারপর যাবজ্জীবন।
নেশা যখন সবে ধরে,
তখনই তাকে মারা দরকার-
সে যে কত দিক দিয়ে ফাঁদ পাতে
উপরওয়ালা জানেন না!