যুক্তিবাদী মানুষ বড়ই আবেগপ্রবণ-
অযৌক্তিক ভাবনা থেকে জন্মায় আবেগ:
যার ভিতর যুক্তি বিরাজ করে,
তার ভিতর যুক্তিহীনতা তো থাকবেই,
নয়তো যুক্তি জন্মাবে কিভাবে!

সম্মান প্রিয় মানুষ বড়ই অভিমানী-
অসম্মান টেনে আনে অভিমান:
যার ভিতর সম্মান বিরাজ করে,
তার অসম্মান বোধ তো থাকবেই,
নয়তো সম্মান বাঁচবে কিভাবে!

যুক্তিবাদীকে বলি: তর্ক করো না-
বিশ্বাস করতে শেখো।
আবেগপ্রবণকে বলি: অযথা ভেবো না-
বাস্তবকে মানতে শেখো।
সম্মানীকে বলি: বেশি গায়ে মেখো না-
সহজ হতে শেখো।
অভিমানীকে বলি: নিজের ওপর রাগ করো না-
এগিয়ে যেতে শেখো।