আমার ওপরে ওঠার কোনো সীমা নেই,
আছে কেবল নিচে নামার সীমা।
তোমার নিচে নামার কোনো সীমা নেই,
আছে কেবল ওপরে ওঠার সীমা।
তোমার সাথে তাই অযথা মুখ লাগিয়ে কোনো লাভ নেই
কারণ তোমার মতো নিচে আমি নামতে পারবো না কখনো।
আমাকে ছোট করলে তুমিই ছোট হয়ে যাবে
কারণ আমার মতো ওপরে তুমি উঠতে পারবে না কখনো।
সীমা কেবল সীমান্তে থাকে না,
থাকে মানুষের হৃদয়ের গভীরে।
তার প্রকাশ আচারে ব্যবহারে অনুষ্ঠানে-
প্রতিপক্ষ নিজের দেশেরই মানুষ,
নিজের জাতির মানুষ, নিজের রক্তের মানুষ।
এই সীমান্তে কোনো কাঁটা তার নেই,
আছে কেবল অদৃশ্য কাঁটার খোঁচা।
যাদের খোঁচা বেশি, তাদের বিবেক বড়
আর যাদের খোঁচা কম, তারা বেহায়া।