কারে বলি নিজের ব্যথা।
সে ব্যথা দেয় অন্তরে।
সে কাঁদায় অন্তরে।
কারে বলি জমানো ব্যথা।


সে কয়, দুঃখের ভিড়েই সুখ আসে।
চোখের জল ফেলি নীরবে।
ব্যথা বয়ে বেড়াই নীরবে।
সে কয়, দুঃখের ভিড়েই শান্তি আসে।


কোথায় খুঁজি নিজের স্থিতি।
শান্তি সুখ হাতের কাছে।
জানা পথ হাতের কাছে
কোথায় ভাবি নিজের স্থিতি।


সে কয়, সত্য লুকায়ে দরিয়ায়।
খুঁজিস কেন পাড়ে।
কি ভাবিস বসে পাড়ে।
সে কয়, মুক্তি লুকায়ে দরিয়ায়।