সে দাঁড়িয়ে আছে ওই রাস্তার মোড়ে।
যেখানে মন মেলে হিয়ার সাথে।
তার নজর সবার নজর কাড়ে।
দোলায় তোমায় আমায় আপন হাতে।
সে বসে আছে ওই গাছের নীচে।
যেখানে দিনের শেষে রাত ঘুমোতে আসে।
তার স্তব্ধতায় শান্তি থাকে সুখের কাছে।
সময়ে অসময়ে তোমার আমার পাশে।
সে শুয়ে আছে ওই নদীর বুকে।
যেখানে গভীর জলে ঢেউ নেই।
তার গভীরতায় অস্থিরতা যাক চুকে।
চলার পথে খুঁজে পাওয়া হারানো খেই।