১) সরস্বতী নদী
ভারতের প্রথম নদী।
জীবনের প্রথম স্পন্দন।
যে থেকেও নেই।
যতই অজ্ঞানী হোক না কেন,
সূর্যের মুখ সে জীবনে একবার দেখবেই।
মাটির নিচে অস্তিত্ব।
হৃদয়ের গভীরে যেখানে কেবল অন্তরের আলো,
সেখানেই বসবাস।
চোখে না দেখলেও বোঝা যায়।
অজ্ঞানীর মধ্যেও
সততা করুণা ও যুক্তি থাকে।
সে নদী শুকিয়েও শুকায় না।
হৃদয়ের স্রোত কখনো স্তব্ধ হয় না,
যেমন আকাশপ্রদীপ কখনো নেভে না।
সরস্বতী নদী অমর,
সকলের হৃদয়ের অন্তরে।
জ্ঞানের অন্বেষণ সকল জীবের অস্তিত্ব।
২) নিজের সাথে থাকা
এখন সবাই স্বাবলম্বী-
যে যার তার তার।
কারো সাথে কেউ থাকে না-
কারো জায়গা কেউ মাড়ায় না।
একা বাঁচে কেবল জানোয়ার-
মানুষ জানোয়ার হয়ে উঠলেই একা বাঁচতে শেখে।
আধুনিক বিশ্বে আমরা সবাই জানোয়ার-
ভয় হয় যদি নিজের সাথে নিজে মানিয়ে নিতে না পারি...!