'অকর্ম কী'?
'যে কাজে কোনও যুক্তি নেই'।
'কেমন'?
'তোমার মনের বাসনা পূর্ণ করার জন্য
তুমি কাজ করতে লাগলে নিজের যোগ্যতা না বুঝেই।
আশার জিনিসের প্রতি সকলেই লোলুপ।
তা না পেলে জন্ম নেয় ক্ষোভ,
যার বহিঃ প্রকাশ রাগে।
যে পেল তার প্রতি হিংসা।
যদি হাতে চাঁদ পাই,
ধরাকে সরা জ্ঞান
ও পাওয়া জিনিসের প্রতি অন্যায় আসক্তি।
পাওয়া, না পাওয়ার চক্করেই বুদ্ধিনাশ, তারপর বিনাশ'।
'কিন্তু চাওয়া পাওয়ার ভিড়েই তো জীবন আবদ্ধ'!
'কাজ করে যাও, যা পাবে মাথা পেতে নেবে,
যদি না পাও আপসোস করো না'।
'কীভাবে ফলের আশা না করে কাজ করা যায়'?
'নিজেকে বিশ্বাস করো।
নিজের দোষ বিচার করে, তাকে শোধরাও।
অন্যকে নয়, নিজেকে জব্দ করো।
জানবে স্বভাব বদলালেই চরিত্র বদলে যায়।
এই ভাবেই গঠন হয় চরিত্র'।