'ভ্রম কী?'

'চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করলে ভ্রম জন্মায়'।

'কেমন?'

'আমি সব জানি।
আমি সব বুঝি।
আমি সব করি।
অতএব আমিই সব পাবো'।

'এর থেকে নিষ্কৃতি পাবো কীভাবে?'

'নিজের দোষ দেখো।
নিজেকে শোধরাও।
ধ্যানে বসে নিজেকে চেনো।
অন্তরের নির্দেশ মতো কাজ করো।
ভবিষ্যৎ ভাবার কোনও দরকার নেই'।

'বুঝলাম'।

'জানবে, ভ্রম থেকে নিষ্কৃতি পেলেই সিদ্ধি লাভ হয়'।