'চিত্ত কী'?
'যে তোমাকে সদা জাগ্রত রাখে'।
'কেমন'?
'এই যে শত ঝড় জলের মধ্যেও
তুমি মাথা তুলে বেঁচে থাকো,
শরীর ভেঙে গেলেও মাথা নত করো না।
প্রতিকূলতার সম্মুখীন হও,
যুদ্ধ ক্ষেত্র থেকে পালাও না,
শত্রুকে দেখে ভয় পাও না,
হার স্বীকার করলেও নতিস্বীকার করো না-
ঘুরে দাঁড়াও, লড়াই থামাও না, লড়ে যাও আমৃত্যু'।
'কীভাবে জেগে থাকবো'?
'ভালো আমি হল চিত্ত, আর খারাপ আমি ভৃত্য।
মাথা তুলে বাঁচো-
চিত্ত কখনোই ভৃত্য হবে না'।