'প্রেম কী'?
'যে কাজ অন্তর দিয়ে করা হয়'।
'কেমন'?
'আমার হৃদয় বলছে যা,
আমি তাই শুনি-
অন্য করো কথায় আমি কান দিই না।
নিজের কাজ করবো বলে এসেছি-
নিজের পূর্ণতা নিজেরই কাজে।
মানছি, নিজে কাজ করার আগে অপরের ফরমাশ প্রথমে খাটতে হয়,
তবে চিরকাল নয়'।
'বুঝলাম। তবে উপায় কী'?
'নিজের হৃৎস্পন্দন শোনো,
তাহলেই অপরের অন্তরের ব্যথা বুঝবে'।