'মতামত কী'?

'তোমার মনে যে আছে'।

'কে আছে আমার মনে'?

'ভাবনা।
মন ভাবে।
হৃদয় সঠিক বেঠিক জানে,
তবে ভাবতে পারে না।
মন আবার ভালো মন্দ জানে না,
তাই তার ভাবার স্বাধীনতা।
ভেবে যাও।
ভাবতে গেলে ট্যাক্স লাগে না।
কেবল কাজ করার সময় একবার হৃদয়কে জিজ্ঞেস করো'।

'মতামত সকলের থাকতে পারে'।

'বৈকি।
সবার ভাবনা এক হয় না
আর কোনও ভাবনাই ছোট নয়।
সকলকে ভালোবাসা যায় না জানি,
কিন্তু সকলকে শ্রদ্ধা করা উচিত।
কারোকে অশ্রদ্ধা করা মানে নিজের ভাবনাকে ছোট করা'।

'কীভাবে পৌঁছাব লক্ষ্যে'?

'ঠাকুরের কথা স্মরণ করো-
মত যত বেশি, পথও তত বেশি;
সবার মত এক নয়, তাই পথও এক নয়'।