'অহিংসা কী'?
'যে কাজ স্নেহ মমতার সাথে করা হয়।
বুদ্ধির জোরে, হৃদয় দিয়ে কাজ করলেই সফলতা আসে।
গায়ের জোরে সাথে সাথে সফলতা পাওয়া যায়
কিন্তু ভবিষ্যতে ভেঙে পড়ে রাজ প্রাসাদ'।
'এমন কেন'?
'ভালোবেসে জয় করলে, তাতে প্রতিহিংসা জন্মায় না।
ভয় দেখিয়ে জয় করলে, প্রতিহিংসারও ভয় থাকে।
সকলকে সারা জীবন ভালোবেসে বশে রাখা যায়
কিন্তু ভয় দেখিয়ে সারা জীবন বশে রাখা যায় না'।
'তাহলে উপায়'।
'নিজেকে ভালোবাসো,
তাহলে অপরকেও ভালোবাসতে ইচ্ছে করবে'।