'কর্তব্য কী'?
'যেটা তোমার কাজ,
তবে কোনও অকাজ কুকাজ নয়'।
'কেমন'?
'মা বাবা সন্তান পালন করবেন,
সন্তান মা বাবার যত্ন নেবে।
ছাত্রছাত্রী লেখাপড়া শিখবে,
শিক্ষক শিক্ষিকা শেখাবেন।
প্রতিবেশী প্রতিবেশীর পাশে থাকবে বিপদে আপদে,
ভাই-ভাই বোন-বোন ভাই-বোন বোন-ভাই কখনো আলাদা হবে না।
সংসার ছোট একটা দেশ,
স্বামী স্ত্রী ভাই বোনেরই মতো।
নাগরিক দেশের কাজে সদা জাগ্রত থাকবে,
মানুষ মানুষেরই জন্য রবে।
কাজের কাজ করতে টাকা লাগে না,
তাই ট্যাক্স দেওয়ার কোনও প্রয়োজন নেই'।
'নিজের পেশাও কর্তব্য কী'?
'বৈকি !
রোজগারের পথে কেবল জীবিকার প্রতি দায় থাকে না,
দায় থাকে জনজীবনের প্রতিও।
পেশায় চুরি হলে গোটা দেশ নিপাত যাবে'।
'কীভাবে কর্তব্যপরায়ণ হবো'?
'বসে থেকো না।
বসে থাকা সবথেকে বড় পাপ।
হয় শুয়ে পড়ো অথবা উঠে দাঁড়াও'।