'সমাজ কী'?

'যা সভ্যতার চাবিকাঠি'।

'কেমন'?

'তোমার আমার মা বাবা সুখে সংসার করেছেন।
ভালোবেসে আমাদের জন্ম দিয়েছেন। মানুষ করেছেন।
বোন ভাইকে রাখি বাঁধে। ভাইফোঁটা দেয়।
বন্ধু বন্ধুর সাথে করমর্দন করে। কোলাকুলি করে।
আত্মীয়তা বজায় থাকে দূর হতে দূরান্তরে।
প্রতিবেশীর দুঃখে চোখে জল আসে।
এক কথায় মানুষের সাথে মানুষের বন্ধন।
পশুদের মতো একাকীত্ব নয়। ছন্নছাড়াও নয়'।

'সমাজ না থাকলে কী হতো'?

'সভ্যতা নিপাত যেত'।

'কীভাবে সামাজিক হবো'?

'মানুষের মতো মাথা উঁচু করে বাঁচো।
পশুর মতো হিংসা করে নয়।
মানুষের কর্তব্য পালন করো-
ভালো অভিভাবক হও, ভালো সন্তান হও, ভালো জীবনসঙ্গী হও,
ভালো প্রতিবেশী হও, ভালো আত্মীয় হও, ভালো বন্ধু হও...
এক কথায় ভালো কর্মচারী ও ভালো নাগরিক হও'।