'ঘুম কী'?
'যে কাজে চেতনা নেই'।
'কেমন'!
'গোটা দুনিয়া যখন আচ্ছন্ন।
শব্দহীন বিশ্ব।
জীবন আছে কিন্তু নিশ্চল।
অসাড় ভাবনা চিন্তা।
রাতের দুঃস্বপ্ন যখন তাড়া করে বেড়ায়।
যখন সব সৃষ্টি নিথর,
তখন কর্মযোগ শয্যাশায়ী'।
'কিন্তু রাতেই তো বিশ্রাম নেওয়া উচিত'!
'দিনরাত তোমারই অন্তরে।
তাই জেগে ঘুমিও না।
কাজের মধ্যে বিশ্রাম নাও,
বিশ্রামের মধ্যে কাজ করো'।
'কীভাবে'?
'তোমার চৈতন্য জাগিয়ে তোলো'।