'হত্যা কী'?

'যে মৃত্যু রোগে হয় না।
অবসাদ বা লাঞ্ছনা কারণে হয়'।

'কেমন'?

'জীবন যুদ্ধে হারতে হারতে
যখন মনে বিকার জন্মায়।
শত্রু পক্ষ যখন অধিকার থেকে বঞ্চিত করে'।

'তবে বাঁচার উপায়'?

'জীবন যুদ্ধ সকলকেই লড়তে হয়।
জীবন থেকে পালানো মূর্খতার কাজ।
পাকা খেলোয়াড় হও।
হার জিত হাসি মুখে নাও।
জানবে অধিকার সবার- জয়ী পরাজিত সবার।
তুমি ঠিক থাকলে তোমার অধিকার কেউ কাড়তে পারবে না'।