'পাপ কী'?
'যে কাজে নিষ্ঠা নেই'।
'কেমন'?
'ধরো তোমাকে বললাম বাগান গড়তে।
তুমি নিজের বাগানে গাছ না লাগিয়ে,
অপরের বাগান থেকে ফুল ছিঁড়ে নিয়ে এলে
অথবা নিজের বাগানের মাটি না কুপিয়ে,
অপরের বাগানে গিয়ে টব ভাঙলে
অথবা নিজের লাগানো গাছের গোড়ায় জল না ঢেলে,
অপরের খাবার পাতে জল ঢাললে...' ।
'বুঝলাম'।
'নিজের মতো করে বাঁচো মাথা তুলে,
তাহলে পাপ বাপ্ বাপ্ বলে পালাবে'।
'কীভাবে'?
'নিজের প্রতি শ্রদ্ধাশীল হও'।