'চুরি কী'?

'যে কাজে কোনও ভক্তি নেই'।

'কেমন'!

'কেউ রোজ মন্দিরে পুজো দেয়
তুমি দিতে পারো না,
তাই তুমি তাকে শাপ দাও।
ভক্তের জন্ম ভক্তি থেকেই-
তুমি প্রকৃত ভক্ত হতে পারোনি নিজেরই দোষে।
প্রকৃত ভক্ত হও,
চুরির মনোভাব মরে যাবে'।

'কীভাবে প্রকৃত ভক্ত হবো'?

'নিজের কাছে সৎ হও'।