১) রুচি
সব রকম রুচি থাকা দরকার।
কোনো কিছুতে অরুচি থাকলে মুশকিল।
অরুচি থাকলে আত্মবিকাশ ঘটে না।
সব কিছু হাতে কলমে পরীক্ষা করলেই
নিজের ভিতরের মাহাত্ম্য জেগে ওঠে।
শামুকের খোলটাই সম্বল,
যেমন কুয়োর ব্যাঙের কুয়ো।
বেরিয়ে আসি খোল থেকে,
বেরিয়ে আসি কুয়ো থেকে।
না, সবজান্তা হয়ে কোনো লাভ নেই।
জানা অজানার ভিড়ে নিজেকে আবিষ্কার করি।
২) ময়লা
ময়লার গাড়িতে ময়লা ফেলার কোনো সময় নেই,
তাই পাশের বাড়ির এক পাশে ফেলে গেছে ময়লা।
মনের ময়লা ফেলার কোনো গাড়ি আসে না।
মনের ময়লা মুছে দেয় কেবল প্রাণের আলো।
তাই মুক্ত হয়ে শ্বাস নিন আর ময়লা ফেলুন গাড়িতে।
আপনার মনের ময়লা যেন আমার মন দূষিত না করে।
তবে সব মন ময়লা নয়, তাহলে কারো বাড়ির কোণ খালি থাকতো না।
তাই ময়লা ফেলুন গাড়িতে। পরিষ্কার থাকুক পাড়া। বাঁচুক প্রতিবেশী।