এক জীবনেই মানুষ বহুবার জন্মায়-
শৈশবের সরলতায় জগৎ সত্য,
কৈশোরে স্বপ্নের ডানা আকাশে জমায় পাড়ি,
যৌবনের সতেজতা খোঁজে প্রেমের পরশ,
মধ্য বয়সের পা দুটি দাঁড়িয়ে বাস্তবের শক্ত মাটিতে,
বার্ধক্যের জড়তায় অনীহা বাঁচার ইচ্ছায়...
সত্যপ্রিয় মানুষ আবিষ্কার করে
মিথ্যার জালে জড়িয়ে জগৎ,
বাঁচার তাগিদে মিথ্যে বলতে শেখে।
ঘাত প্রতিঘাতের ভিড়ে
মানুষ চেনে সময়ের কঠোরতা,
হারায় স্বপ্ন দেখার উপলব্ধি।
মায়ার সংসারে নায়ক নায়িকার সিনেমা সাদা কালো,
কর্তব্যের জালে আষ্টেপৃষ্ঠে বাঁধা ষড়রিপু,
প্রেম আটকে পড়ে ইঁদুর ধরার কলে।
সফলতা মানে এক চিলতে মাটিতে
মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা,
বাস্তবের রুক্ষতায় টালমাটাল অসাবধানী চলনের ইতি।
তারপর বাঁচার আদর্শে অনীহা-
চিরকাল বেঁচে থাকা পাপ:
এতে বাড়ে দুঃখ, বাড়ে জ্বালা- ব্যথার নিয়ম অব্যক্ত।
সময়ের শিক্ষা মানুষকে গড়ে তোলে সময়ে অসময়ে।
অস্তিত্বের দায়ে সে রং বদলায় বাগানের গিরগিটির মতো,
অবশেষে বাঁচার তাগিদেই আলিঙ্গন করে মৃত্যু!