সকল মানুষেরই রোগ হয়।
কেউ সুস্থ হয়ে ওঠে, কেউ বা মারা যায়।
এটা প্রকৃতির নিয়ম।
মানুষ মানিয়ে নেয় খুব সহজেই।
এই দু বছর রোগের সংজ্ঞা অন্যরকম-
রোগ নেই কোনও
কিন্তু ঘরে বসে থাকা
রোগ দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে।
বনের বাঘকে খাঁচায় বন্দি রাখলে যেমন
সে হারায় তার বীরত্বের অস্তিত্ব,
মানুষও হারিয়েছে তার বাঁচার স্পন্দন।
খেতে হয় তাই খাই,
শুতে হয় তাই শুই,
বাঁচতে হয় তাই বাঁচি...
দীর্ঘদিন ঘরে বন্দি থাকলে
নিঃশ্বাসের জায়গা দখল করে দীর্ঘশ্বাস।
প্রাণটা ছটফট করে-
মনে হয় হাওয়ার সাথে উড়ি,
বৃষ্টির সাথে ঝরি.
মেঘ হয়ে ভেসে বেড়াই অনন্ত চরাচরে।
বিশ্বাস রাখি,
বাঁচার দিন আসবে।
কোটি মৃত্যুকে জয় করবে এক মৃত্যুঞ্জয়!