রবি কবি যদি না জন্মাতেন
জমিদারের ঘরে!
রাজার ছেলে যদি হতেন পথের ফকির!
লালন হয়ে এ ঘর ও ঘর ঘুরে শেখাতেন-
সকল জমি মেলে আকাশের সাথে:
জমি মানে অধিকার
আর আকাশের মানে উদারতা।
জমিদারের হাতের লাগাম বিলীন হয় অসীম অনন্তে-
যেখানে বিরাজ করে অপার উদারতা।
সব ফকির আকাশের মতো সীমাহীন,
যেমন সব জমিদারের হাতে লাগাম।
রবি কবির রক্তে জমিদারি থাকলেও,
লালন তার শ্বাস।
জমি আর আকাশ যেখানে মেলে,
সেখানে রবির কিরণ।
তাঁকে অন্ধ মানুষেরা চেনে না, তাই জমিদার বলে।
যাদের চোখ খোলা, তারা বলে যোগী।
যাদের চোখে আলো, তারা বলে ভারসাম্য।
রবি কবি জমিদারও নন, লালনও নন,
তিঁনি দার্শনিক।
দার্শনিক যেখানেই জন্মান
তিঁনি জমি ও আকাশের মিলন স্থল।
দার্শনিককে জমিদারও ব্যথা দেয়, ফকিরও ব্যথা দেয়,
কিন্তু সে কারোকে ব্যথা দেয় না।