তোমার চিন্তাধারা দলের অফিসের টেবিলে পড়ে থাকা
ভাঁড়ের ঠাণ্ডা চায়ের মতো নির্জীব।
তোমার বিদ্যাবুদ্ধি দলের অফিসের মেঝেতে পড়ে থাকা
গোল্ড ফ্লেকের ছাই-এর মতো ভঙ্গুর।
রাজার নীতির মতাদর্শ তোমার কাছে
মিথ্যে কথা, বৃথা চিৎকার, হল্লা আর ক্ষমতার লোভ
ছাড়া আর কিছু নয়।
তোমার সাথে তর্ক করা চলে না।
আমি দলের অফিসে যাই না
কারণ ওখানে মতাদর্শ হয় না-
ক্ষমতাকে ভোগ করার ও তার অপব্যবহার করার
পদ্ধতি শেখানো হয় মাত্র,
যেভাবে জঙ্গিদেরকে ভুল পথে চালিত করার জন্য
তাদের হাতে ভুল গ্রন্থ তুলে দেওয়া হয়
ধর্মের নাম করে।
আমি কেবল মতবাদে বিশ্বাসী-
যেমন ভোরের আকাশ বিশ্বাস করে পাখির কলরব।
খিদে দু রকমের- পেটের ও মনের।
আমার মনের খিদে মেটে না সহজে,
তাই আমি যাযাবর হয়ে জ্ঞানের অনুসন্ধান করি
কিন্তু আমার পেটের খিদে সহজেই মিটে যায়
সামান্য চা আর বিস্কুটে।
তোমার মনের খিদে মেটাবার কোনো প্রয়োজন নেই
কারণ তুমি মূর্খ
কিন্তু তোমার পেটের খিদে মেটাতে গেলে
তোমার ক্ষমতা চাই কারণ তুমি কুবের।
তোমার সঙ্গে তর্ক করা মানে
পাঁকে নেমে গা গন্ধ করা-
সাবান দিয়ে গা ধুলে
সেই পাঁকের নোংরা গন্ধটা চলে যায় বটে
কিন্তু সারা গা চুলকাতে থাকে-
যে রোগ কখনোই সারার নয়!