১) রিভেঞ্জ
'আমি যা যা তোর সাথে করবো,
তুই নতুন ব্যাচের ওপর রিভেঞ্জ নিয়ে নিবি।
তাহলেই দেখবি সব জ্বালা জুড়িয়ে যাবে'।
'জ্বালা আরো বাড়বে বৈকি'!
'কেন'?
'আমি যে জ্বালায় জ্বলছি,
আমার ছোট স্নেহের ভাই বোনেদের
কেন সেই জ্বালায় জ্বালাবো'!
'বড় উদার রে তুই।
তবে এই দুনিয়ায় উদারের কোনো ঠাঁই নেই'।
'উদার মানে কেবল না ছুঁতে পারা আকাশ নয়-
পায়ের তলার মাটির সহিষ্ণুতা,
যার ওপর আমাদের ঠাঁই'।
২) চিরন্তন
যা চিরন্তন,
তার আবার ভালো খারাপ কি?
ভালো খারাপ তার হয়,
যা চিরন্তন নয়।
সময় ভালো মানে
জীবনের সব ঘটনা তোমার পক্ষে ঘটবে।
সময় খারাপ মানে
জীবনের সব ঘটনা তোমার বিপক্ষে ঘটবে।
আসলে সময়ের সাথে এখানে ঘটনা জড়িয়ে-
চিরন্তনের সাথে জড়িয়ে যা চিরন্তন নয়।
জীবনের ঘটনা কখনো চিরন্তন হয় না-
সময় তারই সাক্ষী-
তাই সময়কে কেবলই ভুল বোঝা।