রাতে প্রায় সকলেই স্বপ্ন দেখে
অবচেতন মনে।
আমিও।

কখনো দেখি সাপের স্বপ্ন-
সাপ গুলো কেবল আমাকে ছোবল মারছে।
মা বাবাকে জিজ্ঞেস করলে বলেন,
'তুই কী সাপেদের কথা ভাবিস'?
'না'।
হঠাৎ মনে পড়ে যায় ওই লোকটার মুখ :
ওর চরিত্র সাপের মতো।

কখনো দেখি বিছের স্বপ্ন-
বিছের গুলো কেবল আমাকে কামড়ে ধরছে।
মা বাবাকে জিজ্ঞেস করলে বলেন,
'তুই কী বিছেদের কথা ভাবিস'?
'না'।
হঠাৎ মনে পড়ে যায় ওই লোকটার মুখ :
ওর চরিত্র বিছের মতো।

কখনো দেখি কুমীরের স্বপ্ন-
কুমীর গুলো কেবল আমাকে তাড়া করছে।
মা বাবাকে জিজ্ঞেস করলে বলেন,
'তুই কী কুমীরদের কথা ভাবিস'?
'না'।
হঠাৎ মনে পড়ে যায় ওই লোকটার মুখ :
ওর চরিত্র কুমীরের মতো।

কখনো দেখি ব্যাঙের স্বপ্ন-
ব্যাঙ গুলো কেবল আমার সামনে এসে ডাকছে।
মা বাবাকে জিজ্ঞেস করলে বলেন,
'তুই কী ব্যাঙেদের কথা ভাবিস'?
'না'।
হঠাৎ মনে পড়ে যায় ওই লোকটার মুখ :
ওর চরিত্র ব্যাঙের মতো।

তাহলে আমি কেমন?
নিজেকে নিয়ে স্বপ্ন দেখি না কেন?

গতকাল সারা রাত জাগা-
আয়নার সামনে বসে দেখেছি স্বরূপ।