কুকুর প্রভু ভক্ত।
কথাটা সম্পূর্ণ ভুল।
কেন বলি!
রাস্তা দিয়ে কোনও রাজা বা রানী গেলেই লেজ নাড়ে
আর যদি সেই রাস্তা দিয়েই কোনও ভিখারী যায়,
তাহলে আর রক্ষা নেই, চিল চিৎকার করে গলা ফাটিয়ে দেবে।
আচ্ছা বলুন তো,
ভালো জামা কাপড় পরলেই কী ভালো মানুষ হওয়া যায়?
ভিখারীর ভাত মেরে রাজা ভাত খায়,
তখন তো কোনও রাস্তার কুকুর রাজপ্রাসাদে গিয়ে চিৎকার করে না!
তাই কুকুর এখন প্রভু ভক্ত নয়,
তারা সব বড় লোকের পা চাটা।