১) রাস্তা

রাস্তা সর্বদা পরিষ্কার রাখুন-
ইতি জনৈক কর্পোরেশন।

যতদিন মানুষের মন পরিষ্কার না করা যাচ্ছে,
ততদিন রাস্তা পরিষ্কার করে কোনো লাভ নেই!
কর্পোরেশন যতই রাস্তা পরিষ্কার করবে,
মানুষ ততই রাস্তা নোংরা করবে!
মানুষের মন পরিষ্কার করতে কর্পোরেশন পুরোপুরি অক্ষম!

২) গাছ

গাছ লাগান, প্রাণ বাঁচান-
ইতি সমাজ সেবকের দল।

একজন সমাজ সেবকের ঘরে শৌখিন গাছ-
কে রোজ রোজ গাছে জল দেবে,
কে রোজ রোজ গাছে সার দেবে,
কে রোজ রোজ অত যত্ন নেবে!  
যে গাছে প্রাণ নেই,
সেই গাছই ঘর সাজায়,
মন সাজায়,
সাজায় না কেবল বেঁচে থাকার অঙ্গীকার।  

৩) অঙ্ক  

যোগ আর গুণ সকলে তাড়াতাড়ি শিখে যায়
কারণ জীবন মানে প্রাপ্তি (যোগ)
আর যাপন মানে বৃদ্ধি (গুণ)।

বিয়োগ ও ভাগ সকলে শিখতে পারে না
কারণ জীবনে কেউ কিছু হারাতে চায় না (বিয়োগ)
আর যাপনকে কেউ কারো সাথে কখনো ভাগ করে নিতে চায় না (ভাগ)।