হাসি এখন গুরুতর অপরাধ,
হাসলেই বড় বিপদ।
যে হাসে, তার নেই মান-
সমাজের চোখে সে আপদ।

হাসি আছে মানে প্রাণ আছে-
হাসি নেই মানে মরা মানুষ।
মরেও মানুষ বেঁচে থাকে-
মান হারানো স্তব্ধ হুঁশ।

ভুল করে যদি কেউ হেসে ফেলে,
প্রাণের পরিচয় দিয়ে;
অপরের হাতে শাস্তি নিশ্চিত-
অপরের মানহানির দায়ে।  

যে যত অহংকারী, সে তত গম্ভীর-
অহংকারীর যত সম্মান এ সমাজে।
মাটির মানুষ মাটিতেই লুটোপুটি খায়-
সরলতা এ যুগে না সাজে।  

আমি হাসি চেপে রাখি-
প্রাণে বড় ব্যথা:
মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয়------
কাকে বলি হারানো কথা?

পাড়ায় পাড়ায় শুধু লাফিং ক্লাব-
ক্লাবের বাইরে সবাই মরা।
একদিন পুরো দুনিয়াই হবে সেই সংগঠন-
মানুষ গড়তে বাঁদর গড়া!