মাঝে মাঝে রাগ করে ফেলি।
কয়েক সেকেন্ডে সব লন্ডভন্ড।
সময়ের সাথে ফণা তোলে ঘোর কলি।
সাধু বাবারা মানুষের মতোই ভণ্ড।
রাগ সব থেকে বড় রোগ।
এ রোগের ওষুধ ধ্যান।
কোনও ডাক্তারের কাছে নেই জবাবের সুযোগ।
রোগের ভারে মানুষ অজ্ঞান।
নিজের ওপরেই সব।
এক কান দিয়ে শোনা, আরেক কান দিয়ে বেরনো।
কথা ধরে না নিশ্চল শব।
চলার পথে সময়ের সাথে আত্মমগ্ন।
ঠাকুর ভাসানের মতো জলে ফেলে দাও।
নচেৎ নিজের থুতু নিজেই গিলে খাও।