রা আ আ ধে এ।
রাধে।


তোমার জন্য সা রে গা মা পা ধা নি সপ্ত সুরে কে গান বাঁধে।
রা আ আ ধে এ।
রাধে।


তোমার জন্য ব্যাকুল হিয়ায় আকুল মনে কে একান্তে কাঁদে।
রা আ আ ধে এ।
রাধে।


তোমার জন্য তারাদের ভিড়ে কে খুঁজছে ছবি বসে ছাদে।
রা আ আ ধে এ।
রাধে।


তোমার জন্য আদেশ মানতে কে দিল ঝাঁপ দামোদর নদে।
রা আ আ ধে এ।
রাধে।


তোমার জন্য ভোগ ভুলে কে পড়েছে সময়ের নিষ্ঠুর ফাঁদে।
রা আ আ ধে এ।
রাধে।


তোমার জন্য কলঙ্কের দাগ কে লাগালো ওই উজ্জ্বল চাঁদে।
রা আ আ ধে এ।
রাধে।


রা আ আ ধে এ।
রাধে।