রাগ সব থেকে বড় ভ্রম।
আগুন জ্বালায় ভিতর থেকে।
নিজের কাছে যখন নিজেই দোষী,
নিজের নিস্তার নেই নিজের থেকে।
সে বলে, অহং ত্যাগ করো।
কিভাবে করি তা শুধাই তারে।
সে বলে, মোহ বিনাশের হেতু,
যা পাও হাসি মুখে নাও তারে।
মানুষ মাত্রই লোভ হয়।
মানুষ বলেই তো আশা নিয়ে বাঁচে।
সে কয়, সুখ দুঃখ হাসি কান্না
সবেতেই যোগী হাসি মুখে বাঁচে।
সে কয়, মানুষ আমার রূপ,
আমার ক্রোধ বিনাশের পরে সৃষ্টি করে।
বিনাশ কালে বুদ্ধিনাশ বটে, তবু
সভ্যতা শুরু আগুন আবিষ্কার করে।