শুনেছি, সব থেকে বড় পাপ - আত্মহত্যা।
ওটা কাপুরুষের কাজ।
কিন্তু আর ভি আত্মহত্যা করেনি!
ও কাপুরুষ নয়, বীরপুরুষ!
বীরপুরুষ কিভাবে আত্মহত্যা করবে?
ও শহীদ!
ও এটা জানতো যে ওর শহীদ বেদিতে মোমবাতি জ্বেলেই
শুরু হবে পদদলিতদের আন্দোলন, ছাত্রছাত্রীদের আন্দোলন-
গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আমূল পরিবর্তন।
ওর শহীদ বেদিতে আমি সহস্র বার প্রণাম জানাই।
ওর বেদিতে মোম জ্বেলেই আমি শুরু করবো
যুব ও যুগ আন্দোলন- অগণতন্ত্রের বিরুদ্ধে। খাতায় কলমে।
এ আমার দৃঢ় অঙ্গীকার।
আর ভি আত্মহত্যা করেনি।
ও শহীদ হয়েছে মাত্র- ভগতের মতো।
লঙ লিভ রেভোলিউশন!