১)
মনে কারো শান্তি নেই।
শান্তি না থাকলে সুখ কোথায়!
পুজো করে তাই মনকে শান্ত করি-
নিজের অন্তরেই খুঁজি শান্তি পরম সুখের আশায়।
২)
তোমার আমার ভাবনা আলাদা।
কিন্তু জেনে রেখো ঐতিহ্য এক।
একই ভাষা, একই সংস্কৃতি এবং একই প্রেরণা।
মানুষ ভিন্ন হলেও পুজোর উৎসব এক।
৩)
ভালো লাগায় ভালোবাসা নেই,
ভালোবাসা আছে কেবল আরাধনায়।
চলো মানুষের মূর্তি পুজো করি-
মা খুশি হবেন মনুষ্যত্বের সাধনায়।
৪)
কোথায় গেল সেই শ্রদ্ধা?
কোথায় গেল সেই আরাধনা?
উন্মাদনা দেখি কেবল
আর তোমার আমার মধ্যে বিচ্ছেদ ভাবনা।
৫)
মণ্ডপে মণ্ডপে আর ঘুরি না আমি,
খুঁজি মণ্ডপ নিজের অন্তরে।
যাকে নিয়ে বাইরে কোলাহল এত,
সে যে বসে আছে নিশ্চিন্তে আমারই অন্তরে।