পুজোর এই কটা দিন
আনন্দের জোয়ারে ভাসানো গা।
পুজোর শেষে নৌকায় ভেসে
করোনার করাল থাবা।
আনন্দ আনন্দময়।
নিরানন্দ বন্যার বাঁধ ভাঙ্গা জল।
কোথাকার জল দাঁড়ায় কোথায়-
অস্তিত্ব টলমল।
প্রশাসন সচেতন।
ডাক্তার সমাজমনস্ক।
মানুষ হারিয়েছে মান বহু কাল আগে, এখন হুঁশও...
মাথা কাটা কণিষ্ক।
মিলন কেন্দ্রে ভিড়।
ভিড়ে জমাট পাড়ার মোড়, পুজোর প্যান্ডেল, দোকান, বাজার...
মানুষের অসহায়তার ভিড়ে
ফাঁদ পেতে বসে থাকা করোনার।
কে শোনে কার কথা-
দু কান কাটা বেহায়া!
সারা বছর সম্পর্ক নেই,
এই কটা দিন কেবল ছায়া।
হাতি নেই, তবু লেজটা আছে।
মশারির দড়ি ভেবে দে টান!
পাগলা হাতি ফিরে আসার পথ খুঁজে পায়-
আনন্দ শেষে 'বলো হরি' গান।