লিখতে বসে মনে হয়
সব লেখা হয়ে গেছে।
লেখা শেষ করে মনে হয়
কত লেখা বাকি আছে।
কালের শেষ নেই-
একের পর এক ঢেউ পাড়ে ঝাঁপিয়ে পড়ে
হাওয়ার তাড়নায় :
কোনও সমাপ্তি নেই, শেষ থেকে আবার শুরু।
প্রগতির দোলা লেগে
দোল খেয়ে এগিয়ে চলে সময়।
কালের সাথে জন্ম নেয় কবি সাহিত্যিক,
আবার কালের সাথেই মৃত্যু।
যুগের সাথে চলে লেখালিখি-
সমুদ্রের ঢেউ-এর মতো কালি ঝরে
সাদা পাতার বালুচরে।
শুকনো পাতা শব্দের তাণ্ডবে ভিজে যায়,
শুকায় না কখনো
যেমন ভিজে বালির দীর্ঘশ্বাস শুকিয়েও শুকায় না।
লিখতে বসলে লেখা আসে-
মূল্যবান না মূল্যহীন জানি না,
তবে লেখার মহিমা আলাদা।
মানব সভ্যতার ইতি আছে,
লেখার কোনও শেষ নেই।
ইতিহাসকে সে তুলে ধরে বর্তমানের পাতায়
ভবিষ্যৎ প্রজন্মের জন্য...
প্রত্যেক যুগেই কবি সাহিত্যিক জন্মায়,
চলে শব্দের তাণ্ডব...