প্রত্যেক বছর মানুষের আলাদা কাটে।
গেল বছর
দেখতে গেছিলাম সমুদ্র।
এ বছর যাবো দেখতে পাহাড়।
তা আর হচ্ছে কই !
গেল বছরও ঘরে বসা।
এ বছরও।
চোখে না দেখা দানব।
মানব জীবন স্তব্ধ।
গেল বছর আমফান।
এ বছর ইয়াস।
তবে গেল বছর ভাগ্য নিয়ে এতো টানাপোড়েন হয় নি।
পরের বছরটা যদি একই ভাবে কাটে-
দানবের ভয়ে ঘরে বসে,
ঝড়ের ধ্বংসাবশেষ-এর ভিড়ে...
পরপর তিনবার একই জিনিস-
অঙ্কের নিয়ম !
তবু মনে আছে আশা।
প্রাণে স্পন্দন।
জীবনটা অঙ্ক নয়।
রোজ সূর্য ওঠে।
রোজ সূর্য অস্ত যায়।
দুয়ে দুয়ে চার হয়।
তবু যেখানে যোগবিয়োগের শেষ,
সেখান থেকেই উৎপত্তি জীবনের।
জীবনের পথে চলবে বলেই
মুমূর্ষু প্রাণীগুলো হাপিত্যেশ করে বসে আছে।