অপরকে হারিয়ে নিজে বড় হওয়া,
তা সে নৈতিক ভাবেই হোক বা অনৈতিক ভাবে-
নিজের প্রতি অতি ভক্তি, অসাম্যের কারণ,
তাকে না চিনলে ভারসাম্য হারায় এইভাবে।
রেসের মাঠের ঘোড়া সবাই, কে হারাবে কাকে,
প্রতিশোধের আগুন জ্বলে অজ্ঞানতার দ্বারে।
কাকে ফেলে কে ছোটাবে কার ঘোড়া আগে,
কার ঘরে ঝামেলা দিয়ে জ্বালবো বাতি আপন ঘরে।
এই জীবনে শান্তি নেই, আছে কেবল টানাপোড়েন,
এই জীবনে চললে পরে মৃত্যু ভয় থেকে থাকে।
নিজের জনকে জানো কেবল, নিজের সাথে লড়ো,
ওঠা নামা তারই ইচ্ছে, মান অপমান কেবল নিজের থাকে।
ভেবো না অত নিজেকে নিয়ে, ভাবো নিজের জনকে নিয়ে-
দেখবে সব সহজ হবে, সহজ হবে কঠিন পথ চলা।
জানবে কেউ আপন নয়, আপন কেবল তিনি-
পরের কথায় দুঃখ পেও না, সুখ দুঃখ সমান, তাই তার না বলা।