কারো খারাপ চাইতে নেই।
কারোকে খারাপ কথা বলতে নেই।
কারো প্রতি খারাপ চোখে তাকাতে নেই।
এসব করলে কী হয়?
নিজের মঙ্গল হয়!
কত ভাল মানুষকে দেখলাম তলিয়ে যেতে।
কত মন্দ মানুষ নেতা অভিনেতা হয়ে উঠে এল।
দাগী কলার উচিয়ে বেঁচে থাকে।
নরম মনের সুন্দর হৃদয় দিনে দু বার ইনসুলিন নিয়ে খায়।
আমি সবার ভাল চেয়ে যাই
আর পথ চেয়ে বসে থাকি একটু ভাল সময়ের জন্য-
কখন ভগবান মুখ তুলে চাইবেন :
সত্যের জয় হবেই...
বিশ্বাস নয়, আত্মবিশ্বাস।
একটা বিরাট প্রশ্ন থেকেই যাচ্ছে?
প্রশ্নটাই বা কী!