এক প্রোমোটার এসে আমার জমি দখল করে বললো,
'চলে যা এখান থেকে, এ বস্তিতে ফ্ল্যাট হবে'।
তার হাতে প্রশাসন, তার হাতে আইন, তার হাতে গুণ্ডা।
আমি না লড়ে পালিয়ে গেলাম-
তার থেকে বৈকি,
তবে নিজের থেকে কখনোই নয়।  
মানুষ ছোট হলেও ভাবনা কখনো ছোট হয় না,
আর ভাবনা শক্তিরই অনুরূপ।
প্রোমোটারের ব্যবসা আমি ফন্দি এঁটে বসিয়ে দিলাম-
প্রোমোটার জমি ছাড়তে বাধ্য-
কেবল আমার জমি নয়,
বাকি সকলেরও।
ব্যাস, প্রোমোটারের ব্যবসা শেষ।
বস্তিবাসীর খেলা শুরু-
আমার প্রোমোটারি শুরু।
একটা সূর্য ধ্বংস হল-
ধ্বংস গোটা উপনিবেশ।
যে জমিতে আমার জন্ম, সেটা আমারই।
বিশ্বের প্রত্যেক দেশের মানুষ নিজের জমির প্রোমোটার হোক-
মহাকালের কাছে এটাই দৃঢ় অঙ্গীকার।