পথ খুঁজে পাই নে পথ,
পথ যে জটিল।
যে পথেই যাই খেই হারাই,
নির্দেশ ছাড়া পথ আবিল।
তাই অগত্যা নিলাম তাঁর স্মরণ,
দেখাও তুমি পথ।
কোন পথে লেখা মোর ভাগ্য,
কোন পথ নয় গো বিপথ?
তুমি দেখালে সেই পথ,
যে পথে আমার সাথী আমি নিজে।
যে কাজটা আমি বুঝি ভাল,
যে কাজ আমার সাজে।
সব কাজের জন্য সবাই নয়,
কেউ তাই তোমায় ডাকে, কেউ ডাকে না।
আমি ডাকি আমার অবলম্বন-
বিপদে নয়: সততায় পথ বোনা।
জয়ী হবো কিনা জানা নেই,
তবে শান্তি ঠিক পাবো।
গীতায় বলে শান্তি বিনা সুখ কোথায়,
আরে তুলি দিয়েই তো রং আঁকবো!
মানি তাঁর নির্দেশ,
চলি তাঁরই দেখানো পথে নির্ভয়ে।
অন্তর অটুট, তাই মন ও শরীরের হাজার ব্যথা
লাগে না গায়ে।