'অলওয়েজ বি পজিটিভ'।
লোকে উপদেশ দেয়।
যে সোজা পথে ভাবে না,
তার মাথায় ছিট আছে।
আমার গল্পের সব নায়কই
জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষ।
কেউ হেরে গিয়ে সাধুর বেশ ধরে,
কেউ হেরে গিয়ে পালিয়ে যায়,
কেউ হেরে গিয়ে মুখ লুকায় আঁধারে,
কেউ হেরে গিয়ে আত্মহত্যা করে,
কেউ হেরে ভূত হয়...
আমার বক্তব্য একটাই-
হারের কারণ খতিয়ে দেখা
যাতে অন্য কেউ একই ভুল না করে।
জেতা ধর্ম নয়, একটা আবেগ মাত্র।
সচেতনতাই পরম ধর্ম।