ক)

আমি আরো আরো সংগ্রামী হতে চাই।
একজন পুরুষ সহজেই সব কিছু পায় এই সমাজে,
যা একজন নারী পায় না।
আমি পুরুষ সত্তা নিয়ে আর বাঁচবো না-
নারী হয়ে লড়বো নারীর অধিকারের লড়াই।
যে পুরুষ নারীকে একদিন অধিকার দেয়নি,
তার কাছে প্রমাণ করবো নারীর মূল্য।
নারীর সংগ্রামই সংগ্রাম,
সৎসাহসের সংগ্রাম,
পুরুষের মতো দুঃসাহসের সংগ্রাম নয়।
সকল পুরুষের কাছে আমি প্রমাণ করবো-
একজন নারীও পারে।

খ)

আমি সিংহবিক্রমে বাঁচতে চাই,
ঘরে আবদ্ধ হয়ে নয়।
তাই নারী থেকে পুরুষ হয়ে
লড়বো হাজার সিংহের সাথে।
সিংহ হয়েই দাঁড়াবো সিংহের সামনে,
সিংহের মতো গর্জন করে-
নারীর মতো সিংহের সামনে গান গেয়ে নয়।
আমার গান গাওয়ার দিন শেষ-
এখন গর্জন করার পালা।
সিংহরা সব গান শুনে হাসে
কিন্তু আমার গর্জন শুনে পালাবে।
আমি হবো শ্রেষ্ঠ পুরুষ, নারী আমার অধীনে!