তখন অবস্থা ভালো ছিল না।
আত্মীয় বন্ধুরা মজা করতো,
হেটা দিতো।
মা বললেন, 'গায়ে মাখিস না'।
বাবা বললেন, 'পাত্তা দিস না'।
জবাব না দেওয়া পর্যন্ত
মনটা কেমন আনচান করছিল,
বুকের ভিতরটা ছিল দীঘার সমুদ্রের মত উত্তাল...
লেখাপড়াটাই একমাত্র অস্ত্র।
শান দিতে দিতে অস্ত্রটা এত চকচক করতে লাগল
আত্মীয় বন্ধুরা বুঝল এটা নিশ্চয় নতুন সূর্যোদয়!
কিন্তু তারা এক অন্য সূর্যকে আবিষ্কার করল...
আমি করোকে ফিরিয়ে দিই নি।
হাজার হোক, অতিথি নারায়ণ।
মা বললেন, 'কারো কাছে ব্যবহার নষ্ট করিস না'।
বাবা বললেন, 'কখনও প্রতিশোধের কথা ভাবিস না'।