১) পরিবার
পরিবারে আমি একা রোজগার করি বলে
মাথা কিনে নিই নি
যে আমার কথাই বেদ বাক্য।
পরিবারে আছেন বয়স্ক মা বাবা,
বৌ বাচ্চা।
সকলের ভালো মন্দ দেখা আমার কর্তব্য।
সকলকে নিয়েই চলতে হবে।
সকলের কথা শুনতে হবে।
সকলের চাহিদা মেটাতে হবে।
দেশটাও ঠিক পরিবারের মতো।
সকলকে নিয়েই দেশ।
কোনও একজনের একার দেশ নয়।
কোনও একজনের মতে দেশ চলে না।
প্রত্যেক প্রজার মূল্য আছে এই রাজার রাজত্বে-
সকল প্রজার মঙ্গলেই দেশের মঙ্গল।
২) সমাজ
শিক্ষিত ধনীরা অশিক্ষিত গরীবদের
প্রচুর অত্যাচার করেছে মানছি।
তবে এমনটা কখনোই নয়-
গরীবেরা এসে ধনীদের কব্জা করবে
আর শাসন করবে দেশ!
বুদ্ধির বিনাশ ঘটলে দেশ উচ্ছন্নে যাবে।
শিক্ষিত মানুষের উচিত অশিক্ষিত মানুষকে লেখাপড়া শিখিয়ে
নিজের জায়গায় তুলে আনা,
শিক্ষিত মানুষ যেন কখনোই অশিক্ষিত মানুষের স্তরে না নেমে যায়।
শ্রমের মূল্য অনস্বীকার্য,
কিন্তু বুদ্ধি হল শ্রমের আদি পিতা।
সবার বেতন এক হলে,
দেশ থেকে লেখাপড়াই উঠে যাবে!