আমি কোথাও নিজের পদচিহ্ন রেখে যেতে চাই না-
যে পথ দিয়ে চলি, সেই পথের ধুলোয় নয়;
যে ঘাটের জল খাই, সেই ঘাটের সিঁড়িতে নয়;
যে জনারণ্যে বসবাস করি, তার আনাচে কানাচে নয়;
যে জীবনকে ছুঁলেও সময়কে ছুঁতে পারিনি,
তার দেওয়াল ঘড়িতেও নয়।

নিজের পদচিহ্ন নিজের বুকে বয়ে বেড়াই-
নিজের পদতলে দলিত করি নিজের অহংকার-
কোনো কাজ আমার একার নয়
কারণ আমি মানুষেরই একজন।
গণতন্ত্রে মানুষ অমর,
তাই মানুষের সাথে আমিও।
মানুষের নাম মানুষ, তাই আমার নামও মানুষ-
মানুষের উত্থান পতনের সাক্ষী মানুষই।

মানুষ মারা গেলেও, মানুষ জন্মাবে,
তাই আমিও মানুষের মতো অমর।
নিজের নাম মানুষ বললে,
অহংকার ভুলে জন্মায় অহংবোধ-
আমি মানুষ, কোনো ভগবান বা সুপারম্যান নই,
তাই পদচিহ্ন নিয়ে আমি কখনো ঘুরে বেড়াই না!