পেটকে চেনা দায়-
কখন যে কার বাড়িতে গিয়ে
গোগ্রাসে খেয়ে অসুস্থ হয়ে পড়ে!
কখনও বেশি খেয়ে হজম করে ফেলে।
কখনও কম খেয়ে ঘনঘন ঢেঁকুর তোলে ।
শুয়ে বসে থাকলেই বেড়ে যায়,
হাঁটাহাঁটিতে কমে।
মানুষের মনও পেটের মতো-
কখন কোথায় কার কথা শুনে অসুস্থ হয়ে পড়ে!
অনেক ভালো কথা শুনলে আনন্দ পায়।
একটা খারাপ কথায় মন ভেঙ্গে যায়।
শুয়ে বসে থাকলেই আজেবাজে ভাবে,
নিজের জগৎ নিয়ে থাকলে ভালো থাকে।
ভুঁড়ি চোখে দেখা যায়,
অভিমান চোখে দেখা যায় না।
চর্বি জমলে ভুঁড়ি হয়,
যখন মানের খরা, তখনই অভিমান।
পেটের ভিতর মন আছে,
মনের ভিতর আরেকটা পেট!